Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নদীতে পড়ে এক শিশু নিহত, আরেকজন নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের লৌহজং নদীতে পড়ে এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আরেকজন এখনো নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেদি হাসান ও তার বন্ধু আদিব মাছ ধরার জন্য নদীতে নেমেছিল। স্রোতে ভেসে যাওয়ায় তারা ডুবতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। বেলা সাড়ে তিনটায় মেহেদির লাশ উদ্ধার করা হয়।

অপর শিশু আদিব এখনও নিখোঁজ। ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করতে কাজ করছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর