Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই উপজাতি নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৫

বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই উপজাতি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে এ তথ্য জানা যায়।

গ্রেফতাররা হলেন—উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০)। তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুনপাড়া এলাকার বায়ের মার্মার সেমিপাকা বাড়ি থেকে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, সোনাইছড়ি এলাকায় মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের পথে। সম্প্রতি মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থানে তারা স্বস্তি প্রকাশ করেন।

নাইক্ষ্যংছড়ি থানার কর্মকর্তা ফেরদৌস রনি বলেন, ‘গ্রেফতার নারীদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিতের চেষ্টা চলছে।’

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ অভিযান এখনো চলমান। মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর