Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৫

মোহনা টিভির জামালপুরের জেলা প্রতিনিধি ওসমান হারুনী।

জামালপুর: জামালপুরে মোহনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাংবাদিক ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার পলাবান্দা ভাটিপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

এ বিষয়ে পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সহকর্মী, স্থানীয় সাংবাদিক মহল ও জামালপুর প্রেসক্লাব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর