Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২

আদিত্য শীল।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের কামড়ে আদিত্য শীল (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আদিত্য উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিবেক শীলের ছেলে। তিনি জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আদিত্যের দাদা নিশিকান্ত বিশ্বাস জানান, রাতের খাবার শেষে আদিত্য তার ভাই কৃষ্ণ শীলের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিল। রাত ১টার দিকে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড়েছে। চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে এসে ঘরে একটি সাপ দেখতে পান এবং সেটিকে পিটিয়ে হত্যা করেন।

বিজ্ঞাপন

পরে আহত আদিত্যকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁকের পর তার অবস্থা আরও খারাপ হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সাপের কামড়ে স্কুলছাত্র আদিত্য শীলের মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর