Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮

লালমনিরহাট: হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো চিঠির ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই অনুযায়ী বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ সংক্রান্ত চিঠির কপি ইতোমধ্যে স্থলবন্দর সংশ্লিষ্ট সব দফতরে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ভারতের চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা পূজার কারণে বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণেই বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে।’

তবে ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলবে।

সারাবাংলা/এমপি

আমদানি-রফতানি বন্ধ শারদীয় দুর্গাপূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর