Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ট্রেনের বগি লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৪:০৪

আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি বগি লাইনচ্যুত।

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে একটি লাইন সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর আটকে থাকা কালনী এক্সপ্রেস মোগলাবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. ‍নুরুল ইসলাম।

এর আগে সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে লাইনচ্যুত বগি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এ ঘটনায় তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়।

কমিটির সদস্যরা হলেন— বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী।

কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমপি

ট্রেনের বগি লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর