রাজবাড়ী: বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় রাজবাড়ীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার শুরুতে গ্রাম আদালত বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম।
কর্মশালার সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বক্তব্যে বলেন, “গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সহজতম মাধ্যম হলো গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদ স্তরে কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।