মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেন (২৮)-এর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তার মামা ও ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ফটো সাংবাদিক রাহিদ হোসেন, তার মামা মো. রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রুহুল আমিনের স্ত্রীর পরকীয়া নিয়ে পারিবারিক বিরোধের মীমাংসা করতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে রাহিদ ও তার স্বজনদের ওপর হামলা চালায় এবং তাদের তিনটি বসতঘর ভাঙচুর করে।
হামলায় অভিযুক্ত হিসেবে স্থানীয় সেলিম, স্বাধীন, রাজু ও সুচনাসহ ৩০–৪০ জনের নাম উঠে এসেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’