বান্দরবান: বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলা জামায়াতে ইসলামী গোলটেবিল বৈঠক করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।
দলটির পাঁচ দফা দাবি:
- জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
- জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
- বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
- স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বান্দরবান জেলা জামায়াতের আমির এসএম আবদুচ সালাম-এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল এসএম আইয়ুব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল, পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মার্মা, নারী ও মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী, দৈনিক নীলগিরি সম্পাদক মোজাম্মেল হক লিটনসহ আরও অনেকে।
এছাড়া বৈঠকে জেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, পৌর জামায়াতের আমির মাওলানা হারুনুর রশিদ, বাজার কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, বুদ্ধজ্যোতি চাকমা, নাসিরুল আলম, মিনারুল হক, এইচ এম সম্রাট এবং জেলা ছাত্রশিবির সভাপতি শামসুদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।