রাজবাড়ী: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে ১৭ জেলেকে আটক করা হয়েছে। আটক ১৭ জেলের মধ্যে ১৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো মাদরাসায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীতলা ঘাট থেকে পদ্মা নদীর কালুখালী মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ও মৌসুমি জেলে নদীতে ইলিশ ধরেছে।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক জানান, ‘আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কালীতলা ঘাট থেকে কালুখালী মোহনা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৭ জন জেলেকে আটক করা হয়। ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দকৃত ৫ কেজি ইলিশ মাদরাসায় বিতরণ করা হয়েছে।’
তিনি আরও জানান, আটক ১৭ জেলের মধ্যে ১৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন অপ্রাপ্তবয়স্ক থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাদ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এবং জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।