নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলো— খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান আলী (৮) এবং নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাজিতপাড়া এলাকার হৃদয় হোসেনের ছেলে মাসুম হোসেন (১০)।
জলঢাকা ফায়ার সার্ভিসের সাব অফিসার আতাউর রহমান জানান, চাড়ালকাটা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা মামাতো-ফুফাতো ভাই।
খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম বলেন, ‘দুই শিশু তাদের নানার সঙ্গে ধান কাটতে মাঠে গিয়েছিল। পরে তারা নদীতে গোসল করতে নামে। পানিতে ডুবে যাওয়ায় আর উঠতে পারেনি। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে প্রায় একশ গজ দূরে তাদের মরদেহ উদ্ধার করে।’