Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সবজির দাম চড়া, স্বস্তি মিলছে না বাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৫:১১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:০০

রাজবাড়ীতে সবজির বাজারে দাম নাগালের বাইরে। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ীতে সবজির বাজারে এখনো ফেরেনি স্বস্তি। হাতে গোনা কয়েকটি সবজি বাদে প্রায় সবকিছুর দাম কেজিপ্রতি ৫০ টাকার ওপরে। যেসব সবজির দাম কিছুটা কমেছিল, তার বেশ কয়েকটির দাম আবারও বেড়েছে। তবে হঠাৎ বেড়ে যাওয়া কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে

শনিবার (১১ অক্টোবর) রাজবাড়ী শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে খুচরা বিক্রেতারা প্রতি কেজি করলা বিক্রি করছেন ৬০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকায়, ধুন্দল ৪০ টাকায়, পটল ৬০ টাকায়, শসা ৫০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকায়, লম্বা বেগুন ৮০ টাকায় ও গোল বেগুন ১০০ টাকায়। পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, মূলা ৫০ টাকায়, কচুর লতি ৫০ টাকায় ও কচুমুখী ৪০ টাকায়।

বিজ্ঞাপন

আলুর দাম অপরিবর্তিত রয়েছে— প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা। ঝিঙে ৫০ টাকা, মরিচ ১৮০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, রসুন ৮০ থেকে ১০০ টাকা, আদা ১২০ টাকা ও কুমড়া প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

লাউয়ের দাম কিছুটা বেড়েছে। আকারভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, আমড়া ৬০ টাকা এবং জলপাই ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির দামও বেশি। টমেটো ১২০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, ফুলকপি ১৪০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও বেড়েছে দাম। লাল ও সবুজ শাকের ছোট আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কলমিশাক ১০ টাকা, ডাটা ২০ টাকা ও পালংশাকের ছোট আঁটি ১০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর দাম আকারভেদে প্রতি হালি ২০ থেকে ৩০ টাকা এবং ধনিয়া পাতা ১০০ গ্রাম ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বাজার করতে আসা সৌরভ ও রেজাউল বলেন, ‘কিছুই কেনার কায়দা নেই। ৫০-৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট হয়।’

শাক বিক্রেতা মোতালেব বলেন, ‘শাকের সরবরাহ কমে গেছে। পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে। উপরন্তু বৃষ্টিতে অনেক শাক নষ্ট হয়েছে। তবে কয়েক দিনের মধ্যে দাম কিছুটা কমে আসবে।’

খুচরা বিক্রেতারা জানান, সবজির দাম বাড়ার পেছনে ঋতু পরিবর্তন ও অসময়ের বৃষ্টি বড় কারণ। তারা বলেন, ‘অসময়ে বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। পুরনো মৌসুমের সবজি শেষ হচ্ছে, নতুন মৌসুমের সবজি এখনও পুরোপুরি আসেনি। তাই দাম বেশি।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) মো. মাহমুদুল হাসান বলেন, ‘সবজির দাম দেশের প্রায় সব জায়গায়ই কিছুটা বেড়েছে। শীতকালীন সবজি বাজারে এলেই ১০-১৫ দিনের মধ্যে দাম স্বাভাবিক হয়ে আসবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

সারাবাংলা/এমপি

বাজারদর সবজির দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর