Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:১০

গণপিটুনিতে আশাদুল ওরফে বিয়া নামে এক ডাকাত নিহত হয়েছেন।

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল ওরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশাদুল উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, জগৎনগর গ্রামের ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুলসহ পাঁচ-ছয়জন ডাকাত প্রবেশ করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকানোর চেষ্টা করেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অন্য ডাকাতরা পালিয়ে যায়, তবে আশাদুলকে ধরে ফেলে তারা।

স্থানীয়রা তাকে হাত-পা বেঁধে গণপিটুনি দিলে আশাদুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘নিহত আশাদুলের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর