ময়মনসিংহ: জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনার জেরে এনসিপি ও পরিবহন শ্রমিকদের পালটাপালটি কর্মসূচির পর এখনও স্বাভাবিক হয়নি ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল।
রোববার (১২ অক্টোবর) সকালেও ময়মনসিংহের মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ইউনাইটেড ও সৌখিনসহ অন্তত ৩০০টি বাস ছাড়েনি। এতে অফিসগামী ও দীর্ঘপথের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
পরিবহন শ্রমিকরা জানান, শনিবার (১১ অক্টোবর) বিকেলে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করা হলেও আজ সকালে আবারও ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে আটকে পড়া যাত্রীরা দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছেন। সকাল ৮টার পর শ্রমিকদের একাংশ কর্মসংস্থানের নিশ্চয়তা দাবিতে টার্মিনালে অনশন ধর্মঘটে বসেন। তারা রাজনীতি মুক্ত পরিবহন খাতের দাবিও জানিয়েছেন।