Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১১:০৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৩:৩৫

ময়মনসিংহ: জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনার জেরে এনসিপি ও পরিবহন শ্রমিকদের পালটাপালটি কর্মসূচির পর এখনও স্বাভাবিক হয়নি ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল।

রোববার (১২ অক্টোবর) সকালেও ময়মনসিংহের মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ইউনাইটেড ও সৌখিনসহ অন্তত ৩০০টি বাস ছাড়েনি। এতে অফিসগামী ও দীর্ঘপথের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

পরিবহন শ্রমিকরা জানান, শনিবার (১১ অক্টোবর) বিকেলে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করা হলেও আজ সকালে আবারও ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে আটকে পড়া যাত্রীরা দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছেন। সকাল ৮টার পর শ্রমিকদের একাংশ কর্মসংস্থানের নিশ্চয়তা দাবিতে টার্মিনালে অনশন ধর্মঘটে বসেন। তারা রাজনীতি মুক্ত পরিবহন খাতের দাবিও জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

বিজ্ঞাপন

সাইড বেঞ্চে মেধার অপচয়
১২ অক্টোবর ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর