নওগাঁ: পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) সকালে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে দলটির নেতাকর্মীরা এ স্মারকলিপি দেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিব, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, সেক্রেটারি আ. স. ম. সায়েম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমির এডভোকেট আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
- আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন।
- জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
- অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
- ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার।
- স্বৈরাচারের সহায়ক জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিব বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও জনগণের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশকে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে গড়ার লক্ষ্যে জামায়াতসহ বিভিন্ন দল দাবি জানাচ্ছে। পাঁচ দফা দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরে আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।’