চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নুর (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে এই সংঘর্ষ ঘটে।
জয়নুর (৫৩) মৃত ঝড়ু মন্ডলের ছেলে। এ ঘটনায় জয়নুরের দুই ভাই খাজা আহমেদ (৫৭) ও জাহীর (৫০) এবং খাজা আহমেদের ছেলে দিপু (১৬) গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
জয়নুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে খাজা আহমেদ ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানিয়েছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নূরুল হক পেশকার ও মাসুদ বিল্লাহ মন্টুর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সংঘর্ষের সময় নূরুল হক পেশকারের লোকজন দেশি তৈরি অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে ও মারধর করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’