Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৬:২৭

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদী এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহানুর ইসলাম বাবু (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলে থাকা আরিফ মোল্যা (২৭) আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক সম্মান (অনার্স) শেষ বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গার নিজ বাড়ি থেকে ফরিদপুর শহরে যাওয়ার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন শাহানুর ও আরিফ। পথে বাসটি তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন, সেখানে চিকিৎসক শাহানুরকে মৃত ঘোষণা করেন।

আহত আরিফ মোল্যা জানান, “বাসটি আমাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়েছে। হাসপাতালে আসার পথে আমার বন্ধু মারা গেছে। আমি সামান্য আহত হয়ে বেঁচে আছি।”

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর