কুষ্টিয়া: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, আপনারা যে গণতন্ত্র চেয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই সেই গণতন্ত্র গড়ে উঠছে। জিয়াউর রহমানকে ভারত ও শেখ হাসিনা ষড়যন্ত্র করে হত্যা করেছিল।
এই হত্যার মধ্য দিয়ে তারা ভেবেছিল বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর এরশাদবিরোধী আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের ক্ষতি করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে সহস্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তিনি।
এ সময় কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শোডাউন শেষে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।