নওগাঁ: পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ ও বাস্তবায়ন, গণভোটসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের মুক্তির মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন— কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম ও পৌর জামায়াতের আমির মাওলানা ওবায়দুল ইসলামসহ অন্যরা। এ সময় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এজন্য পিআর বাস্তবায়ন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্টদের বিচার ও ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।
জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম বলেন, ‘একটি গোষ্ঠী জুলাই সনদ বাস্তবায়ন হতে দিচ্ছে না। যদি এটি বাস্তবায়িত না হয়, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। পিআর পৃথিবীর একটি জনপ্রিয় নির্বাচন পদ্ধতি, যেখানে সংখ্যানুপাতিক হারে আসন বণ্টন করা হয়।’
জেলা আমির খ.ম আব্দুর রাকিব বলেন, ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছে। ৫ আগস্টের পর জুলাই আন্দোলনের ফলেই জালেমদের বিদায় হয়েছে। এখন বাংলার মানুষ পিআর, গণভোট ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে রাস্তায় রয়েছে।’