Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৩

একটি যাত্রীবাহী বাস অপর আরেকটি বাসকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস অপর আরেকটি বাসকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এক নারী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শামসুন্নাহার বেগম (৪০)। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা এবং পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন পরিবহনের একটি বাস ও শ্যামলী পরিবহনের আরেকটি বাস ওভারটেকিং করার সময় শ্যামলী বাসের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উলটে যায়।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর