Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৮:২২

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী ভাই ভাই পরিবহনের একটি বাস বাঐখোলা এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘নিহত তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর