Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন, বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৩:০৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৪:১৮

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভিপাড়ায় দেওয়ান প্লাজা নামের ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ উদ্দিন আখাউড়া উপজেলার আজমপুর এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টা ১২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে খবর দিতে দেরি হওয়ায় আগুনের ভয়াবহতা বেড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাসা থেকে বের হয়ে যেতে সক্ষম হলেও, শারীরিকভাবে অসুস্থ ফরহাদ উদ্দিন ভেতরেই আটকা পড়ে এবং পরে পুড়ে মারা যান।

নিউটন দাস আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক বিরোধের বিষয়টি তদন্তে উঠে এসেছে। তাই অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর