Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসিতে ২ বিষয়ে ফেল, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ০৯:০৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১১:০২

ব্রাহ্মণবাড়িয়া: এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছেন চাঁদনী আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদনী সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের রিকশাচালক ফারুক মিয়ার মেয়ে। তিনি চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ফল প্রকাশের পর চাঁদনী জানতে পারেন তিনি দুই বিষয়ে ফেল করেছেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে পরিবারের অজান্তে চালের কীটনাশক বড়ি (কেরি) সেবন করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চাঁদনীর মামা আতিকুল ইসলাম বলেন, ‘দুই বিষয়ে ফেল করার বিষয়টি সে কিছুতেই মেনে নিতে পারছিল না। মানসিকভাবে ভেঙে পড়ে। সবাইকে না জানিয়ে কীটনাশক বড়ি খেয়ে ফেলে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর