Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১০:৪৬

বিজিবির অভিযানে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ ২ জন আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি অভিযান চালিয়ে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরা এবং নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা জব্দ করেছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা আট ঘণ্টা টেকনাফ উপজেলার সাবরাং মন্ডলপাড়া গ্রামে অভিযান চালানো হয়।

আটকরা হলেন ফাইজা আক্তার (১৯) ও আইয়ুব আলী (৩৭)।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মন্ডলপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট নারী ও পুরুষকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর