বান্দরবান: প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘হাফ হিল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা। তিনটি ক্যাটাগরিতে নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন এবারের প্রতিযোগিতায়। পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই পার্বত্য জেলা বান্দরবানে আয়োজিত হয় হাফ হিল ম্যারাথন সিজন-২।
শনিবার (১৮ অক্টোবর) ভোরে বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠ থেকে দৌড় শুরু হয়ে চিম্বুক সড়কের উঁচু-নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চলে এ প্রতিযোগিতা।
‘হিলস রানার’-এর আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ‘বেটার রান’—এই তিন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মোট ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন, যার মধ্যে ৬৫ জন নারী।
সকাল ৬টায় শুরু হওয়া ম্যারাথন শেষ হয় সকাল ১০টায়। পাহাড়ি আঁকাবাঁকা পথে দৌড়ে অংশ নিয়ে দৌড়বিদরা জানান, এটি ছিল এক ভিন্নধর্মী রোমাঞ্চকর অভিজ্ঞতা।
হিল হাফ ম্যারাথন উদযাপন কমিটির আহ্বায়ক শহিদুর রহমান সোহেল বলেন, ‘পাহাড়ের সৌন্দর্য বিকশিত করা ও বিশ্বের কাছে বান্দরবানের প্রাকৃতিক রূপ তুলে ধরার উদ্দেশ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।’
স্থানীয়দের মতে, প্রাকৃতিক সৌন্দর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা বান্দরবানের পর্যটন সম্ভাবনা বৃদ্ধিতেও নতুন দিগন্ত খুলে দেবে।