Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই প্রজন্মকে সঠিক পথ দেখাতে না পারলে দেশ ক্ষতিগ্রস্ত হবে: এ্যানি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৩

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা এই সমাজকে সুন্দর ও উন্নত করতে চাই। শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে এই প্রজন্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের সঠিকভাবে পথ দেখাতে না পারি, তবে দেশ এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।

শনিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভ্যানগার্ড আয়োজিত হামদ, নাত ও গজল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘স্কুল, কলেজ ও মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ভ্যানগার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। বিগত সতেরো বছরেরও বেশি সময় ধরে সমাজে এক চরম অবক্ষয় নেমে এসেছে। মাদকের ভয়াবহ প্রভাবে এই প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মাদক থেকে উদ্ভূত সন্ত্রাস, রাহাজানি ও নানা অপকর্ম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। পুরো সমাজ আজ এক কঠিন বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ভ্যানগার্ডই আমাদের আশার আলো।’

বিজ্ঞাপন

ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর