খুলনা: খুলনার পূর্ব রূপসায় সরকারি একটি ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড়সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারেজ) পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম তার বাবার সঙ্গে দোকানে কাজ করতেন। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে দোকান বন্ধের পর রেজাউল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিনও তার কোনো সন্ধান মেলেনি।
রোববার সকালে স্থানীয়রা ডোবায় ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।