ময়মনসিংহ: ময়মনসিংহ বন বিভাগের বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিধির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
পরিবেশবাদী সংগঠন অন্যচিত্রের চেয়ারম্যান সেলিমা বেগমের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা নুরুল কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আল মাহমুদ, বাকৃবি অধ্যাপক প্রফেসর ড. মো. আব্দুল আউয়ালসহ পরিবেশবিদগণ।
বক্তারা বলেন, বনাঞ্চল ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে অনাবৃষ্টি, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। বন সংরক্ষণ এবং পুণরুদ্ধারে রাষ্ট্র এবং সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।