ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলরে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুটি ট্রাকই উলটে যায়। এতে একটি ট্রাকের চালক (২৮) ও হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদ আহমেদ বলেন, ‘চালক ও হেলপার হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’