Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৭:০২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৩

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তারাকান্দা উপজেলার পশ্চিম গোয়াতলা গ্রামের আমজাদ আলীর ছেলে শামসুল আলম তোফায়েল (৪৪) ও আবুল হাসেমের ছেলে শাহজাহান (৪২)।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, সকালে হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর