সিলেট: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানিত ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অতীতে দেশে দৃশ্যমান উন্নয়ন হলেও শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি। স্কুল-কলেজের ভবন হয়েছে, কিন্তু শিক্ষক-শিক্ষার্থীদের মান উন্নত হয়নি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটে সিপিডির উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় বলেন, ‘সংস্কারবিরোধী জোট ভাঙতে হলে নির্বাচনী ইশতেহারেই সংস্কারের অঙ্গীকার থাকতে হবে। সব সরকারই সব সংস্কার সম্পন্ন করতে পারে না— তাই তাদের স্পষ্ট করতে হবে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে, বাকি সময়ে কতটা করা সম্ভব এবং অসম্পূর্ণ কাজগুলো কীভাবে এগিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার সংস্কার ও অর্থনৈতিক রূপান্তরের স্বপ্ন তাঁর সহযোগী ও আমলাতন্ত্র যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি। ফলে অর্থনীতির শ্বেতপত্র, টাস্কফোর্স গঠনসহ নানা সংস্কার উদ্যোগ আশানুরূপ অগ্রগতি পায়নি।’
অর্থনীতিবিদ বলেন, ‘দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি গড়ে উঠেছে— যেখানে কিছু সুবিধাভোগী রাষ্ট্রের কাঠামো ব্যবহার করে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এ গোষ্ঠী সবসময়ই সংস্কারবিরোধী।’
সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘অতীতের রাজনৈতিক দলগুলো অনেক আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। তবে পরিবর্তনের আশা এখনো আছে। আজকের আলোচনার ভিত্তিতে নাগরিক প্ল্যাটফর্ম একটি নাগরিক মেনিফেস্টো তৈরি করবে, যা ভবিষ্যৎ সরকারের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।’
সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরাও মতামত দেন।