Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে বান্দরবানে আগুন, পুড়ে গেছে ১১ দোকান ও ৪ বাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১০:২২

আগুনে ১১টি দোকান ও ৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও ৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ লিটন দাশের রেস্টুরেন্ট ও জাফর আহমদের সার বিক্রির দোকানে আগুন দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে থানচি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৪টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

থানচি ফায়ার সার্ভিসের লিডার পেয়ার মোহাম্মদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরে জানা যাবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর