Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ বাণিজ্যর অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:০৬

নিয়োগ বাণিজ্য, প্রশ্নফাঁস ও ঘুষের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় ঘিরে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

কুষ্টিয়া: নিয়োগ বাণিজ্য, প্রশ্নফাঁস ও ঘুষের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় ঘিরে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টায় কার্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা নিয়োগ পরীক্ষা বাতিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা আয়োজনের দাবি জানান।

বক্তারা বলেন, ‘সিভিল সার্জন আমাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত আন্দোলন চলবে। পরীক্ষা বাতিল, জড়িতদের শাস্তি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও সম্পূর্ণ স্বচ্ছ পরীক্ষার আয়োজন দাবি করছি। শুধু ফলাফল স্থগিত নয়, পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় নিতে হবে।’

বিজ্ঞাপন

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেন বলেন, ‘উদ্ধতন মহলের সাথে আমাদের কর্তৃপক্ষ যোগাযোগ করছে। তারা আজ বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। আমাদের আল্টিমেটাম জানানো হয়েছে।’

পরীক্ষার পর ফেসবুক ও বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হওয়ায় সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার ফলাফল স্থগিত করেছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর