Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁঠালিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ০৮:২৯

হলতা নদী থেকে মো. সৌরভ মোল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়ায় হলতা নদী থেকে মো. সৌরভ মোল্লা (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সৌরভ মোল্লা উপজেলার আমুয়া এলাকার মো. হানিফ মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হন সৌরভ। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

নিউইয়র্কে বন্যায় ২ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩০

আরো

সম্পর্কিত খবর