Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত রিকশার আন্দোলনে ইন্ধনের অভিযোগ, বাসদের ২২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৬:৪৩

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট: ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকালে নগরের আম্বরখানায় অবস্থিত বাসদের কার্যালয় থেকে তাদের কতোয়ালি থানায় নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারি রিকশা শ্রমিকরা কর্মসূচি পালন করতে চেয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেফতার দেখানো হবে।’

বিজ্ঞাপন

বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ‘‘শহরের চৌহাট্টা থেকে পূর্বঘোষিত ‘ভূখা মিছিল’ কর্মসূচি স্থগিত করেছি। রাতের নিষেধাজ্ঞার কারণে শ্রমিকদের সবাইকে অবহিত করতে পারিনি। সকালে কয়েকজন শহিদ মিনার এলাকায় জড়ো হলে পুলিশ আমাদের কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করেছে। কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না।’’

গত মঙ্গলবার ব্যাটারি চালিত অটোরিকশার চালকেরা নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন চালান। তাদের দাবির মধ্যে ছিল ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা। শ্রমিকরা রোববার পর্যন্ত সময় বেঁধে আন্দোলন স্থগিত করেন।

একই ইস্যুতে শুক্রবার রাতে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনকে আটক করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পালটাপালটি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় রোববারের কর্মসূচী অনুমোদন দেওয়া হয়নি।’

উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশ অভিযান পরিচালনা করছে। বহু রিকশা জব্দ করা হয়েছে এবং কয়েকটি চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

ফোন ধরুন এলফের মতো!
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮

সাতক্ষীরায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪

আরো

সম্পর্কিত খবর