Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২২:০২

শহরের ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনে সমস্যা হয়।

টাঙ্গাইল: টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন প্রায় থমকে গেছে। শনিবার (১ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধার বৃষ্টি থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকায় শহর ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে জমেছে হাঁটুসমান পানি।

টানা বর্ষণে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, প্রেসক্লাব রোড, ছয়আনি বাজার, আদালতপাড়া ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। এতে পথচারী, অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় অনেক দোকানদার আগেভাগেই দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, শহরের ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনে সমস্যা হয়। পৌর কর্তৃপক্ষের এ বিষয়ে তেমন কোনো নজরদারি নেই বলেও তারা অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, ‘অনেক দিন পর এমন টানা বৃষ্টি দেখলাম। ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বাজারে যেতেও সমস্যা হচ্ছে, তাই বাসায় বসেই সময় কাটাচ্ছি।’

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং এ ধারা আরও দুই-এক দিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, টানা বৃষ্টিতে জেলার বংশাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ‘নিম্নচাপের প্রভাবে সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের আর্দ্রতা সারাদিনই ৯০ থেকে ৯১ শতাংশের মধ্যে উঠানামা করছে। আগামী দুই-এক দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর