রাজবাড়ী: রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রিয়াদ আলী শেখ (১৪) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক রওনক।
রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ সদর উপজেলার দাদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক একই উপজেলার খানখানাপুর ইউনিয়নের রনজিদের ছেলে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ‘দ্রুত গতিতে শ্রীপুর থেকে বড়পুলের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। আমরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠাই।’
কাদেরিয়া বেকারির কর্মচারীরা জানান, সকালে বেকারিতে এসে রিয়াদ রেলগেটে যাবেন বলে ওই মোটরসাইকেলে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার খবর আসে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ রওশন আরা আক্তার জানান, হাসপাতালে আনার পর চিকিৎসা দিতে দিতেই রিয়াদের মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। আহত রওনককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা সম্পর্কে এসআই সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।