Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে দুই ভাই হত্যা মামলায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৫:৫৬

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন নারীকে গ্রেফতার করেছে।

তাদের মধ্যে রয়েছেন— নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তার।

পুলিশ জানায়, শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর আগে পাওনা ১ হাজার ৭০০ টাকার বিরোধকে কেন্দ্র করে বাড়ির জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মৃত আবু তাহেরের দুই ছেলে— হরুণ মিয়া ফোরা (৪০) ও শাকিল মিয়া (২০) চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর