Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১০:৫১ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ১২:৫৬

নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী মুসলেহ শাফী।

নোয়াখালী: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী মুসলেহ শাফী মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুসলেহ শাফী নোবিপ্রবির ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চৌধুরী পাড়া এলাকার কলেজ রোডে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তার জন্ডিস ধরা পড়ে, পরে ডেঙ্গুতে আক্রান্ত হন। ক্যাম্পাসে আতর ও বইয়ের দোকান পরিচালনা করতেন তিনি।

বিজ্ঞাপন

নোবিপ্রবির শিক্ষার্থী মোজাম্মেল হোসেন বলেন, ‘শাফী ক্যাম্পাসে আসার পর থেকেই সবাই ওকে চিনত। সবসময় শান্ত, বিনয়ী— মসজিদের সামনে বা শান্তিনিকেতনে প্রায়ই ওকে আতর বিক্রি করতে দেখা যেত। ওর ব্যবহার ছিল খুবই আন্তরিক।’

আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, ‘মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের জন্য বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর