Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ময়নামতি যুদ্ধসমাধিতে ৮ দেশের রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ০৯:২৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ময়নামতি যুদ্ধসমাধিতে ৮ দেশের রাষ্ট্রদূত।

কুমিল্লা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে কুমিল্লা সেনানিবাসসংলগ্ন ময়নামতি কমনওয়েলথ যুদ্ধসমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আট দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধিরা।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কমনওয়েলথ স্মরণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, কানাডার হাইকমিশনার অর্জিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রায় ১২০ জন প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ১০১ ব্রিগেড কমান্ডারসহ সামরিক কর্মকর্তারা। বিউগলের করুণ সুরে শুরু হওয়া এই স্মরণ অনুষ্ঠানে নিহত সেনাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর নিহত সৈনিকদের উদ্দেশ্যে প্রার্থনা, গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়। অতিথিরা পরে যুদ্ধসমাধির স্মৃতিফলক পরিদর্শন করেন এবং সমাধিক্ষেত্রের বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, কুমিল্লার ময়নামতি সেনানিবাসের উত্তরে বুড়িচং উপজেলার কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই যুদ্ধসমাধিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনার দেহাবশেষ সমাহিত করা হয়। পরে একজনের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হলে বর্তমানে সমাধিটিতে ৭৩৭ বীর সেনা চিরনিদ্রায় শায়িত আছেন।

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন (CWGC) এই সমাধিক্ষেত্রের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা এখানে শ্রদ্ধা নিবেদন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সেনাদের স্মরণ করেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে সিএসআরএম
৯ নভেম্বর ২০২৫ ০৯:১৪

আরো

সম্পর্কিত খবর