নোয়াখালী: বিসিএস ৩২–৩৭তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারি করার দাবি জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার আটটি কলেজের প্রভাষকরা এতে অংশ নেন।
আজগর হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, ফারহানা ইয়াসমিন ও চৌমুহনী সালেহ আহমদ কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, ‘সরকার যায় আসে, কিন্তু শিক্ষায় বৈষম্য কমে না। অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন, অথচ আমাদের প্রভাষকরা ৫ বছরের পদোন্নতি ১২ বছরেও পাননি। এটি শুধু বৈষম্য নয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও প্রচেষ্টা।’
তারা আরও দাবি করেছেন:
- ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি করতে হবে।
- যোগ্য সকলকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে সুপারনিউমারির পদসৃজন করতে হবে।
- পদোন্নতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য পদ আপগ্রেডেশন দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বক্তারা সতর্ক করেছেন, দাবিগুলো ১২ নভেম্বরের মধ্যে বাস্তবায়িত না হলে ১৬ নভেম্বর থেকে ‘No Promotion No Work’ কর্মসূচি পালন শুরু হবে।