Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দফা দাবিতে কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১২:৫১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি।

কুষ্টিয়া: ১০ম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবিতে কুষ্টিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে জেলার ৭০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন।

অভিভাবকরা জানান, কর্মবিরতির বিষয়ে আগে তথ্য না দেওয়ায় অনেক ছেলে-মেয়ে স্কুলে এসে ফিরে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, অচলাবস্থা দীর্ঘস্থায়ী না হয় এবং সরকার ও শিক্ষকদের মধ্যে দ্রুত সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।

অবশ্য আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, দাবি মেনে নেওয়া না পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে। পাশাপাশি, ঢাকায় শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার কার্যকর করার দাবি তুলেছেন।

বিজ্ঞাপন

শিক্ষকদের মূল দাবি:

  • ১০ম গ্রেডে বেতন উন্নীতকরণ
  • শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
  • ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর ধাপে উন্নীতকরণ