Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরহাটে বাসচাপায় শিশু শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৩:৪৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৫:২০

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগামী বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক পথচারী শিশু শ্রমিক নিহত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি বাবার সঙ্গে কাটাখালী এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন এবং সেখানেই ভাড়াবাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাজে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি বাসের নিচে পড়ে সামিরুল গুরুতর আহত হয়। পরে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।