নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহারের দায়ে রবিন আইসক্রিম নামের একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের রমজনবিবি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত কারখানার মালিক জয়নাল আবেদীন, স্থানীয় শরীয়ত উল্ল্যার ছেলে।
অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহারের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই ও বেগমগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”