Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোম ফারুক’ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৫:১৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:৫০

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোম ফারুক’ গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন ওরফে বোম ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাসা থেকে জেলা যুব মহিলা লীগের নেত্রী নাসরিন আক্তারকেও আটক করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফরিদপুরে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা লকডাউন ও সারা দেশের অচল কর্মসূচী সফল করতে ফারুক হোসেন বিভিন্ন কার্যক্রম সংগঠিত করছিলেন। এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ায় পুলিশ তাকে ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

ফারুক হোসেনের বিরুদ্ধে ঢাকায় দুইটি ও ফরিদপুরে চারটি মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া, স্থানীয় প্রশাসন অভিযোগ করেছে, ফারুক হোসেনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

গত তিন দিনে ফরিদপুরে বিশেষ অভিযানে ৬০ জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর