Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছেন: এ্যানি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৬:০৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৩৪

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কারণে শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছেন। তিনি দাবি করেন, ‘একটি বড় রাজনৈতিক দলের নেত্রীকে পালিয়ে যেতে হয়েছে, কারণ তিনি ভালো কাজ করেননি।’

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি অভিযোগ করেন, শেখ হাসিনা মুজিব বাহিনী ও রক্ষী বাহিনীর কায়দায় আচরণ করে মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, হামলা, গুম, খুন ও লুটপাট চালিয়েছেন এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ‘এসব কারণেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে,’ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আগে বলা হয়েছিল হাসিনা পালাবেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি পালিয়েছেন। যদিও আওয়ামী লীগের সবাই পালিয়ে যাননি, কিন্তু হাসিনা তার আত্মীয়-স্বজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।’

এ্যানির অভিযোগ, শেখ হাসিনা তার আত্মীয়-স্বজনদের এমপি-মন্ত্রী বানিয়েছিলেন এবং ‘টাকার বস্তা দিয়ে’ তাদের আগেই সরিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, ‘বিদেশে বসেও তিনি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর