Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে মিক্সার মেশিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১১:৫৭

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঢালাইয়ের মিক্সার মেশিনবাহী একটি ট্রলি উলটে মোংলু আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকালে দুর্ঘটনাটি কারবালা মোড়ে ঘটে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোংলু আলী ওই উপজেলার মরর্দনা মহল্লার কসিমুদ্দিনের ছেলে।

ওসি জানান, সকালে মোংলু আলীসহ আরও কয়েকজন শ্রমিক একটি ট্রলির সঙ্গে মিক্সার মেশিন যুক্ত করে কাজের জন্য যাচ্ছিলেন। কারবালা মোড়ে ট্রলিটির সামনের অংশ ভেঙ্গে গিয়ে ট্রলি উল্টে যায়। এ সময় মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে মোংলু আলী মারা যান।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর