Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১২:২৪

নাচোলে রেলপথ অবরোধ করেছে তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপি’র ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ করেছে তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) সকালে নাচোল রেলস্টেশনে বিক্ষোভ করতে গিয়ে রাজশাহী থেকে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি কিছু সময় আটকে পড়ে। পরে পুলিশ পৌঁছে তাদের সরিয়ে দিলে ট্রেনটি যাত্রা চালাতে সক্ষম হয়।

অবরোধকারীরা অভিযোগ করেছেন যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া, তারা দাবি করেন, আমিনুল ইসলাম এমপি থাকার সময় বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন না এবং হত্যাকাণ্ড, মামলা ও হামলায় জড়িত ছিলেন। তারা দ্রুত মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে, তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

বিজ্ঞাপন

বিক্ষোভে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু-তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর রহীমসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় রেলস্টেশনে আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পালটা স্লোগান দিলে পরিস্থিতিতে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর