Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার সন্তোষপুরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৩:২২

ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাসচালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীর কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষপুর–আন্দুলবাড়িয়া সড়কের ইকোপার্কের সামনে দুটি ছোট গাছ কেটে রাস্তায় ফেলে আগে একটি পিকআপের গতিরোধ করে ডাকাতদল। পরে সেই পিকআপ ব্যবহারের মাধ্যমে সড়ক পুরোপুরি অবরোধ করে তারা ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪১) বাসটি থামিয়ে দেয়।

বিজ্ঞাপন

এ সময় দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্রধারী ৭-৮ জন ডাকাত বাসে উঠে প্রথমে চালক ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। এরপর যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় বাসের দুটি সাইড গ্লাসও ভাঙচুর করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে পৌঁছাই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

ঢাকায় হালকা শীতের অনুভূতি
১৮ নভেম্বর ২০২৫ ১৩:০৫

ঢাকা উত্তর কমিটি ঘোষণা এনসিপির
১৮ নভেম্বর ২০২৫ ১২:৪২

আরো

সম্পর্কিত খবর