Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৬:৫২

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভালাইপুর–আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইথনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন দামুড়হুদা থানার ভগিরথপুর পুরাতনপাড়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্বামী মুস্তাফিজুর রহমানের মোটরসাইকেলে চড়ে দৌলতপুরের উদ্দেশে রওনা দেন বিউটি খাতুন। পথে আলমডাঙ্গার চিৎলা রুইথনপুর এলাকায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্বামী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর